ভোলা সদর মডেল থানার ওসি জানান, বিজিবি সদস্য ইসমাইলের বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামে। তিনি ছুটিতে বাড়ি গিয়েছিলেন।
ভোলায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ল্যান্স নায়েক মো. ইসমাইল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ইসমাইল খাগড়াছড়িতে ব্যাটেলিয়ন ২৭ বিজিপি ল্যান্স নায়েক ছিলেন। তার বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামে। তিনি ছুটিতে বাড়ি গিয়েছিলেন।