রাজধানীর শ্যামলীতে দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে নিজ বাসায় রাতভর জিম্মি করে টাকা দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শ্যামলী দুই নম্বর সড়কের একটি বাসা থেকে ওই দুই ভিকটিমকে উদ্ধার ও আমিনুল হক, সুমন হাওলাদার ও কাউসার নামে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, সোমবার রাত থেকে নিজ বাসায় জাকির ও সজল নামে দুই ভাঙারি ব্যবসায়ীকে জিম্মি করে ৫০ হাজার টাকা দাবি করে তিনজন। টাকা দাবির বিষয়টি স্বজনদের জানালে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ অভিযানে নামে।
তাদের মোবাইল নম্বর ট্র্যাক করে অবস্থান নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে ভিকটিম দুইজনকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, আটক তিনজনের দুজন উবার চালক, অপরজন কেয়ারটেকার। টাকা আদায়ের জন্যই তারা দুই ভাঙারি ব্যবসায়ীকে অপহরণ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্তে বেরিয়ে আসবে। আগেও তারা এমনভাবে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে কি না তা রিমান্ডে এনে জানতে চাওয়া হবে।