ইউএনও বলেন, ‘দুই মেয়েকে পাড়ে বসিয়ে রেখে ছোট ছেলেকে গোসল করিয়ে বাড়িতে রাখতে যান মা। ফিরে এসে দেখেন পুকুরে ডুবে আছে মেয়ে দুটি।’
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই এলাকার মো. নোমারের ৪ বছর বয়সী মেয়ে রূপসা ও রূপসী।
নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামানা চৌধুরী।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘ওই জমজ দুই মেয়ের দুই বছর বয়সী ছোট ভাই আছে। তাদের মা বিকেলে তিনজনকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান।
‘দুই মেয়েকে পাড়ে বসিয়ে রেখে ছোট ছেলেকে গোসল করিয়ে বাড়িতে রাখতে যান তিনি। ফিরে এসে দেখেন পুকুরে ডুবে আছে মেয়ে দুটি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’