আবেদন করে দীর্ঘদিনেও পাসপোর্ট না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। পাসপোর্ট চেয়ে মঙ্গলবার তিনি দেশের সর্বোচ্চ আদালতে রিট দায়ের করেছেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালককে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।
আবেদনের পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদ হায়দার ও এম আনিসুজ্জামান।
রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী এম আনিসুজ্জামান নিউজবাংলাকে বলেন, গত বছরের ১১ নভেম্বর ই-পাসপোর্টের জন্য আবেদন করা হয়। দীর্ঘদিনেও তাকে পাসপোর্ট না দেয়ায় রিট দায়ের করা হয়েছে। রিটে যথাসময়ে পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটটি বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।