চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার আমুচিয়া ইউনিয়নে উত্তর সদ্দারপাড়ায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই এলাকার লেদু সর্দারের ৭ বছরের মেয়ে প্রিয়া সর্দার ও রঞ্জন সর্দারের ৬ বছরের মেয়ে মৃত্তিকা সর্দার।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।
তিনি বলেন, ‘তাদের দুজনের ঘর পাশাপাশি। দুজনেরই বাবাই জেলে, সকালে মাছ ধরতে বেরিয়ে যায়। তাদের মায়েরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে বাচ্চা দুটি বাড়ির কাছেই পুকুরে ডুবে গেছে।’
স্থানীয় ইউপি সদস্য বাবু রঞ্জিত কুমার দে নিউজবাংলাকে বলেন, ‘বাচ্চা দুটো সব সময় একসঙ্গে থাকত। দুপুরে একটু বৃষ্টি হয়েছিল। সে সময় তারা গোসল করতে যায়।
‘পরে দেড়টার দিকে স্থানীয় মিন্টু ড্রাইভার নামে একজন পুকুরে গোসল করতে নামলে তার পায়ে লাগে এক শিশুর দেহ। খোঁজাখুঁজির পর পাওয়া যায় আরেক মৃতদেহ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’