বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের ধাওয়া, ৬ ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

  •    
  • ২৩ আগস্ট, ২০২২ ১৯:০৮

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিন বলেন, ‘অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। দফায় দফায় বুঝিয়েও অবরোধকারীদের সরানো যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে ধাওয়া দিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।’

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বায়েজিদ লিংক রোড থেকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। দীর্ঘ ৬ ঘণ্টা পর শুরু হয়েছে যান চলাচল।

বিদ্যুৎ ও পানির দাবিতে সীতাকুণ্ডের সলিমপুরের বাসিন্দারা ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন। তারা রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে অবস্থান নেন। বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ।

নিউজবাংলাকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিন।

তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টা থেকে অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। সীতাকুণ্ডের সলিমপুর এলাকাবাসীকে দফায় দফায় বুঝিয়েও মহাসড়ক থেকে সরানো যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে।’

তবে অবরোধকারীদের দাবি, তাদের ওপর হামলা চালিয়ে সড়ক থেকে সরে যেতে বাধ্য করেছে পুলিশ।

অবরোধকারী একজন ইসমাইল বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। পুরো এলাকার কয়েক লাখ মানুষের বিদ্যুৎ ও পানি বন্ধ রয়েছে ১৬-১৭ দিন ধরে। এটা কতটা অমানবিক কেবল ভুক্তভোগীরাই জানে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এলাকার কিছু লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে মিলে হামলা চালিয়েছে।’

অভিযোগের বিষয়ে উপপরিদর্শক মো. আমিন বলেন, ‘স্থানীয় লোকজন এমনি দেখতে এসেছে, তারা সকাল থেকেই ছিল। লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।’

এর আগে সকালে সীতাকুণ্ডের সলিমপুরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা বসতিতে বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন করে দেয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বায়েজিদ লিংক রোড অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

এ বিভাগের আরো খবর