দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন অবরোধ করেছেন চা-শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
কুলাউড়ার স্কুল চৌমহনী রেলের লাইন মঙ্গলবার বিকেল ৪টায় যখন অবরোধ করেন শ্রমিকরা, তখন পাহাড়িকা ট্রেন সিলেটের দিকে আসছিল। সেটি আটকে লাইনের ওপরই বসে পড়েন শ্রমিকরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম এসব জানিয়েছেন।
বিকেল ৫টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত রেললাইনে বসে দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছেন তারা।
অবরোধে অংশ নেয়া চা-শ্রমিক স্বপন নাইডু বলেন, ‘এতদিন ধরে আমরা ধর্মঘট করছি, কিন্তু আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে না। তাই আজ আমরা রেলপথ অবরোধ করেছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুছ ছালেহ বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকরাও।