রাজধানীর ইস্কাটন এলাকায় সাবেক অতিরিক্ত আইজিপি মোজাম্মেল আহমেদের বাসা থেকে ৪৪ দশমিক ৯৫ ভরির সমপরিমাণ স্বর্ণালংকার (যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৬৫ হাজার টাকা) চুরি হয়েছে।
সোমবার রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। ছয়তলা ওই বাড়ির মালিক পুলিশের সাবেক এই কর্মকর্তা। ভবনের একতলা ও দোতলাকে একত্রে করে ডুপ্লেক্স করেছেন তিনি। পরিবারসহ নিচতলায় থাকতেন, তবে দোতলায় কম যাওয়া হতো তাদের।
ঘটনাটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়েজিদুর রহমান।
তিনি বলেন, ‘সোমবার রাতে যেকোনো সময় দোতলার গ্রিল ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকে চোরেরা। সেখানে তালাবদ্ধ একটি রুমে রাখা স্বর্ণালংকারসহ একটি লকার চুরি করে নিয়ে গেছে তারা। দোতলার যে রুমটাতে চুরি হয়েছে ওই রুমটাতে সাধারণত ওনারা ওঠেন না। ওনারা নিচতলায় থাকেন। বাসাটা ওনার নিজের।’
ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।