হবিগঞ্জে ১৫তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের শ্রমিকরা।
শ্রমিকরা চান্দপুর ফ্যাক্টরির সামনে মঙ্গলবার সকালে ১১টার দিকে অবস্থান নিয়েছেন।
এদিকে ইউনিয়ন নেতারা পাশে না থাকায় সংকট নিরসনে ভ্যালি ও বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা বৈঠকে বসেছেন।
চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বলেন, ‘ভ্যালির ২৩টি বাগানের পঞ্চায়েত কমিটির সঙ্গে দুপুর ১২টার দিকে শ্রমিক নেতারা বৈঠকে বসেছেন। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে আন্দোলন চালিয়ে যাবেন নাকি প্রত্যাহার করবেন। প্রত্যাহারের সিদ্ধান্ত এলে আগামী বুধবার থেকে শ্রমিকরা বাগানে কাজে ফিরবেন।’
তবে সাধারণ শ্রমিকরা বলছেন, ৩০০ টাকা মজুরির জন্য ১৫ দিন ধরে তারা আন্দোলন করছেন। তাই মজুরি ৩০০ টাকা ছাড়া কাজে ফিরবেন না তারা।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে চান্দপুর বাগানে আন্দোলনরত শ্রমিকদের কাছে যান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এ সময় তারা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালে শ্রমিকরা সেটি প্রত্যাখ্যান করেন। পরে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক ইশরাত জাহান।
শ্রমিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে তার (ডিসি) কথা হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। আপাতত তারা যেন কাজে ফেরেন।
জেলা প্রশাসককে শ্রমিক নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত নিজের মুখে কাজে ফেরার কথা না বলবেন, ততদিন তারা কাজে ফিরবেন না।
চা শ্রমিকদের নেতা সনকা সাঁওতাল বলেন, ‘আমরা ডিসি, এসপি ও ইউএনও কাউকে বিশ্বাস করি না। কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তিনি যদি নিজের মুখে বলেন তাহলে আমরা কাজে ফিরে যাব। না হলে ৩০০ টাকা মজুরি ছাড়া বাগানের কাজে যাব না। এর জন্য জীবন দিতে হলে দেব।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভিডিও বার্তায় বললেও আমরা কাজে ফিরব। আজ বললে আজই ফিরব।’
এ সময় ইউএনও এবং জেলা প্রশাসক শ্রমিক ইউনিয়নের নেতাদের চান্দপুর কারখানার সামনে আসতে বারবার ফোন দিলেও তারা কেউ সেখানে যাননি।
রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে প্রায় ৪ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। বেলা ৩টার দিকে দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আলটিমেটাম অনুযায়ী, সোম ও মঙ্গলবার শ্রমিকরা কোনো ধরনের আন্দোলন-সংগ্রাম না করে নিজ নিজ বাগানে অবস্থান করবেন। ২৩ আগস্টের ভেতর দাবি আদায় না হলে ২৪ তারিখ আবারও তারা রাস্তায় নামবেন বলে জানান শ্রমিক নেতারা।
গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা শ্রমিকরা।