বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট বনানীতে

  •    
  • ২৩ আগস্ট, ২০২২ ১৩:৩৮

কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান নিউজবাংলাকে বলেন, ‘প্রতিদিন প্রায় হাজার খানেক স্টুডেন্ট যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ।’

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি পালন করছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা আড়াইটার দিকেও সড়কেই ছিলেন তারা। এতে কামাল আতাতুর্ক সড়কে গুলশান-২ গামী যান চলাচল বন্ধ রয়েছে।

কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান নিউজবাংলাকে বলেন, ‘গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি মানা না হলে চারদফা দাবি নিয়ে আন্দোলনে যাব।’

সেই চার দফা পরে জানানো হবে বলেন তিনি।

মুজাহিদ বলেন, ‘প্রতিদিন প্রায় হাজার খানেক স্টুডেন্ট যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ।’

আন্দোলনকারীরা জানান, বনানী থেকে গুলশান-২ হয়ে নতুনবাজার মোড় (আমেরিকান দূতাবাস) পর্যন্ত ২.৩ কিলোমিটার রাস্তার জনপ্রতি ভাড়া নেয়া হয় ৩০ টাকা। তবে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় ২৫ টাকা।

একই কোম্পানির অধীনে ঢাকা চাকা ও গুলশান চাকা নামে বাসগুলো এই সড়কে চলাচল করে।

তবে দূরত্ব কম হলেও এসি সার্ভিস ও এলাকার কারণে ৩০ টাকা ভাড়া নেয়া হয় বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। তবে বাস সংশ্লিষ্টরা বলছেন, তারা নাকি হাফ ভাড়া নেয়। তারপরও কেনো ছাত্রদের অবস্থান তা আমরা খতিয়ে দেখছি।’

এ বিভাগের আরো খবর