নীলফামারীতে মধ্যরাতে আগুনে কয়েকটি গ্যারেজ, দোকান ও বসতঘর পুড়ে গেছে। জেলা শহরের সবুজপাড়া এলাকায় সোমবার রাত ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের ফায়ার ম্যান আলিফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
নীলফামারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন নিউজবাংলাকে বলেন, ‘আগুনে সব পুড়ে গেছে। যদি আর আধাঘণ্টা পর আগুন লাগত, তাহলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।’
অগ্নিকাণ্ডে বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে তিনি জানান, আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়েছে। এর মধ্যে একটি ওয়েল্ডিং হাউস, ওয়ার্কশপ, মোটরসাইকেল গ্যারেজ, ভাঙ্গারি, মুদি দোকান, কম্পিউটার দোকান ও চা-স্টল ছিল।
ফায়ার ম্যান আলিফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেখানে অনেক ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠান ছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’