নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া কলেজের পুকুরে ডুবে আবির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার ২২ আগস্ট বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিরকে হাসপাতালে নিয়ে আসে সহপাঠি মোঃ হাসান। সে বলে, ‘আমরা সকাল ৯.৩০ কবি নজরুল ক্রিকেট একাডেমী পল্টন এর পক্ষ থেকে রুপগন্জ মুড়াপাড়া ক্লাবের ম্যাচে অংশগ্রহণ করতে যাই। খেলা শেষে বেলা আড়াইটার দিকে মুষলধারে বৃষ্টি নামে। তখন আমরা কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামি। আবির একবার সাঁতার দিয়ে পাড়ে আসে। দ্বিতীয়বার আবার ওপার যায়। তখন আবার এপারে আসার সময় পুকুরের মাঝামাঝি এসে তলিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক আবির কে মৃত বলে জানান। ‘
তিনি আরও বলেন আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার, মুলাদি উপজেলায়, বর্তমানে মানিকনগর মুগদা এলাকায় পরিবার নিয়ে থাকি। আবির দুই ভাই এক বোন সে ছিল মেজ। খিলগাঁও উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডোবাতে পড়ে গিয়ে আহাদ আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ২০ মাস।
সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের পিছনে একটি বাড়ির ডোবায় শিশুটি পড়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে মৃত্ ঘোষণা করেন।
শিশুটির মা রুমা আক্তার বলেন, ‘আমি পাশের ঘরে ছিলাম। হঠাৎ বৃষ্টি নামলে তখন সে হাঁটতে হাঁটতে বাড়ির ডোবায় পড়ে যায়। আমি দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক ঢাকা মেডিক্যালে পাঠায়। এখানে আসার পর চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে ঘোষণা করেন।’
দুই শিশুর মৃত্যুর ঘটনা নিউজবাংলাকে নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে এক কিশোর ও এক শিশুকে পানিতে ডুবে অসুস্থ অবস্থায় করেন ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে দুজনকে চিকিৎসকৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’