রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগরে তেলাপোকা মারার বিষ পান করে আয়েশা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩ বছর বয়সী শিশুটি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় কীটনাশক খেয়ে ফেলে। অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা সোয়া ৬টার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা আকলিমা আক্তার বলেন, ‘আমার সন্তানের বাবা শাহীন আলম কিছুদিন আগে মারা যান। একমাত্র মেয়েকে নিয়ে আমি বাসায়ই থাকি। আমার অজান্তে আয়েশা আজ (সোমবার) বাসায় থাকা তেলাপোকার মারার কীটনাশক খেয়ে ফেলে। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে। প্রথমে মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আকলিমা জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের সূর্যখালি গ্রামে। বাড্ডার আফতাবনগরে সেক্টর-১ ব্লক-এফ ৪৩ নম্বর বাসায় থাকেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।