ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাকেব অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং কারখানার শ্রমিকরা।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।
শিল্প পুলিশ জানায়, হেমায়েতপুরের পদ্মার মোড়ে রাকেব অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং কারখানার প্রায় ২ হাজার শ্রমিক সড়ক অবরোধ করেন।
জুলাইয়ের বেতনের দাবিতে ১৮ আগস্ট শ্রমিকরা আন্দোলনে নামেন। এদিন কারখানা কর্তৃপক্ষ ২২ আগস্ট বকেয়া এক মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া না পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।’