বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়েবহির্ভূত সম্পর্কে সাড়া না পেয়ে গৃহবধূর স্বামীকে নাজেহালের অভিযোগ

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ২০:৩০

রুমা আক্তার বলেন, ‘মানসম্মানের কথা ভেবে অনেক দিন তার এসব হুমকি-ধমকির কথা কাউকে বলিনি। পরে বাধ্য হয়ে স্বামী রুমেলকে বলি।’

কক্সবাজারে প্রেম ও বিয়েবহির্ভূত সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক গৃহবধূর স্বামীকে একাধিক হত্যাচেষ্টা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তোফায়েল আহমেদ টুলু কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। অস্ত্র, ডাকাতি, ছিনতাই, জবরদখল, নারী নির্যাতন, বন মামলাসহ তার বিরুদ্ধে ডজনখানেক মামলাও রয়েছে। তাই আসামি হয়েও পুলিশের সঙ্গে টুলুর সখ্য এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ রুমা আক্তার জানান, গত ১৬ আগস্ট ঈদগাঁও ইউনিয়নের ভুতিয়া পাড়ায় তার স্বামী রুমেল চাষাবাদের কাজ করছিলেন। এ সময় টুলু দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রুমেলের ওপর হামলা করেন। সে সময় প্রাণে বেঁচে গেলেও পরদিন রুমেলকে একটি অস্ত্র মামলায় ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দেন টুলু।

রুমা আক্তার দাবি করেন, রুমেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই ভুতিয়া পাড়ার মৃত ছৈয়দ আকবরের ছেলে ও বিভিন্ন মামলার আসামি টুলু তাকে বিরক্ত করতেন। পরে রুমেলের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পরও তাকে প্রায়ই বিয়েবহির্ভূত সম্পর্কের প্রস্তাব দিতেন টুলু।

প্রস্তাবে সাড়া না দিলে রুমাকে অপহরণ এবং তার স্বামীকে বিভিন্ন মামলায় জড়ানোসহ শিশুকন্যাকে খুনের হুমকি দিতেন টুলু।

রুমা বলেন, ‘মানসম্মানের কথা ভেবে অনেক দিন তার এসব হুমকি-ধমকির কথা কাউকে বলিনি। পরে বাধ্য হয়ে স্বামী রুমেলকে বলি।’

রুমেল এসব বিষয় নিয়ে সামনে গিয়ে প্রতিবাদ জানালে তাকে দেখে নেয়ার হুমকি দেন টুলু। শুধু তাই নয়, গত দুই মাসে রুমেলকে বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন রুমা।

এ বিষয়ে ঈদগাঁও ইউনিয়নের স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন বলেন, ‘রুমেলের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল চিহ্নিত অপরাধী টুলু। এসব সামাজিকভাবে মীমাংসা করার কথা ছিল। কিন্তু তা মানতে রাজি নয় টুলু। পরে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে রুমেলের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে বলে সে নাটক সাজিয়েছে।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত তোফায়েল আহমেদ টুলু কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযানে যায় পুলিশ। অস্ত্রসহ রুমেলকেই আটক করা হয়েছে।’

এ সময় টুলুর দেয়া তথ্যেই পুলিশ অভিযানে গিয়েছিল স্বীকার করে ওসি বলেন, ‘টুলু নিজেও যদি অপরাধী হয়ে থাকেন, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে- যে অস্ত্রটি রুমেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই অস্ত্রটি তোফায়েল আহমেদ টুলুর কাঁধে।

এ বিভাগের আরো খবর