নেত্রকোণার পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালানো মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।
শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া এলাকায় সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সোমবার দুপুরে আনোয়ার হোসেন ও মারুফা আক্তার নামে দুজন ভাড়ায় মোটরসাইকেলে উঠে বিরিশিরি থেকে পূর্বধলার শ্যামগঞ্জে যাচ্ছিলেন। জারিয়া এলাকায় পৌঁছালে বাইকটিকে বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে চালক ও আনোয়ার ঘটনাস্থলেই মারা যান। মারুফাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল বলেন, ‘মোটরসাইকেলচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।’
এ নিয়ে গত তিন মাসে ওই সড়কে বালুবাহী ট্রাকে চাপাপড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।