বাগেরহাটে অভিযান চালিয়ে মজুতকৃত সাড়ে ছয় হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শহরের নাগের বাজার এলাকায় সোমবার দুপুরে সুমন সাহার গুদামে র্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করে।
এ সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল ২৪ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দিয়েছে আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৬-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার তাকের আনাম বান্না।
তিনি বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির জন্য এই তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। তার গুদামে ৪০০টি কার্টনে সাড়ে ৬ হাজার লিটার তেল পাওয়া গেছে। অবৈধভাবে তেল মজুদের দায়ে কৃষি বিপণন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।’