বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরী ‘অপহরণ’

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৪:৩৮

ওসি বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জীবন মিয়ার এক বন্ধুকে হেফাজতে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।

রায়পুরা থানায় সোমবার সকালে মামলাটি করেন দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বাবা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

অভিযুক্ত ১৮ বছরের জীবন মিয়া রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের বাসিন্দা। মামলায় তাকেসহ তার চার সহযোগীকে আসামি করা হয়েছে।

১৫ বছর বয়সী ওই কিশোরীর বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমার মেয়ে স্কুলে যাতায়াতের সময় জীবন প্রায় সময় উত্ত্যক্ত করত। এ বিষয়ে জীবনের পরিবারের কাছে বিচার দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

এরই মধ্যে রোববার বিকেলে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় তার মেয়ে অপহৃত হয় জানিয়ে তিনি বলেন, ‘এই অপহরণের হোতা জীবন ও তার চার সহযোগী। জীবন তার সহযোগীদের নিয়ে সাদা একটি প্রাইভেট কারে করে জোরপূর্বক আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার মেয়ের খোঁজ নাই।’

ওসি নিউজবাংলাকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জীবন মিয়ার এক বন্ধুকে হেফাজতে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর