বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারত প্রসঙ্গে বক্তব্য পাল্টালেন পররাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৪:২২

‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাঁহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি। গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছি।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে খোদ আওয়ামী লীগ ও বিরোধীদের মধ্যে। এর রেশ না কাটতেই ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আইনি নোটিশ পান মন্ত্রী।

সে নোটিশের পরের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাঁহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি।

‘গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা বলি নাই। আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারেকাছেও নেই।’

চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে গত ১৮ আগস্ট সন্ধ্যায় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।

‘শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতা। এ ধরনের মন্তব্য মন্ত্রীর ব্যক্তিগত বলে দাবি করেছেন তারা।

অন্যদিকে বিরোধী বিভিন্ন দলের নেতারা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছে ভারত।

এ কে আবদুল মোমেনের বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে অভিযোগ করে তার পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর পদত্যাগ চেয়ে রোববার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এরশাদ হোসেন নামের ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, ‘গত ১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে আপনি বলেছেন, ভারতের কাছে আপনি অনুরোধ করেছেন, যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা দরকার। আপনার এ বক্তব্যের মাধ্যমে আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন। আপনি সংবিধানকে লঙ্ঘন করেছেন; দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছেন।

‘এ অবস্থায় নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে আপনার পদ থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।’

এ বিভাগের আরো খবর