সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের ওপর গ্রামবাসীর হামলার ঘটনায় মামলা হয়েছে।
মামলায় ৫৪ জন নামীয় ও অজ্ঞাত শতাধিক মানুষকে আসামি করা হয়েছে।
মামলার পর সোমবার ভোরে অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার রাতে উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হাই শেখ শাহজাদপুর থানায় মামলা করেন।
উপজেলার বলদি গ্রামে রোববার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের জমি পরিদর্শনে গেলে মাথায় গ্রামবাসীর ইটের আঘাতে আহত হন এসিল্যান্ড লিয়াকত। এ সময় তারা ঢিল ছুড়ে ইউএনওর গাড়িও ভাঙচুর করে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়ায় আবুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন, আল মামুনের স্ত্রী ঝর্ণা খাতুন, হুমায়ন কবিরের স্ত্রী অজুফা খাতুন, নজরুল ইসলামের স্ত্রী হোসনে আরা, আনছার আলীর স্ত্রী মালেকা খাতুন, জামাল প্রামাণিকের স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আলিমের স্ত্রী সুফিয়া খাতুন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা।
ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য রোববার সকালে আমি ও এসিল্যান্ড বলদিপাড়ায় খাসজমি পরিদর্শনে যাই। এ সময় বলদিপাড়া ও হলদিগড় গ্রামের উশৃঙ্খল কয়েকজন যুবক ও নারী আমাদের পথরোধ করে অশালীন আচরণ করেন৷
‘একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পেছন থেকে আমাদের ওপর অতর্কিত হামলা চালান ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় তারা ইটপাটকেল ছুড়লে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।’
ইউএনও তরিকুল ইসলাম আরও বলেন, ‘এ ধরনের হামলার ঘটনা মর্মান্তিক। আমি বাকরুদ্ধ। এ ঘটনায় জড়িতদের শাস্তি হওয়া দরকার। তাই আমাদের অফিস সহকারী আবুল হাই শেখ থানায় মামলা করেছেন।’
ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ‘মামলার পর পরই পুলিশ আসামিদের ধরতে অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয়দের দাবি, খাসজমিতে খেলার মাঠই থাকবে। আর সরকার সিদ্ধান্ত নিয়েছে খাসজমিতে তৈরি হবে গুচ্ছগ্রাম। এ নিয়ে দুপুরে বলদি গ্রামে জড়ো হয় স্থানীয়রা। বাগবিতণ্ডার একপর্যায়ে গ্রামবাসীর ছোড়া ঢিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান মাথায় ইটের আঘাতে আহত হন। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আব্দুর রহিম খান বলেন, শত বছরের পুরোনো বলদিপাড়া মাঠের আশপাশের কয়েক গ্রামের শিশু-কিশোর খেলাধুলা করে। চলতি বছর এখানে গুচ্ছগ্রামের জন্য জায়গা নির্ধারণ হয়েছে। এমন তথ্যে কয়েক মাস ধরে গ্রামবাসী একজোট হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। প্রশাসন এসব আমলেই নিচ্ছে না। সেখানে গুচ্ছগ্রাম করার জন্য মরিয়া হয়ে উঠেছে।