রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় আব্দুল মালেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে গাড়িটি কোন ধরনের ছিল, তা কেউ জানাতে পারেননি।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৬০ বছর বয়সী এই পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছেলে রিপন মিয়া বলেন, ‘খবর পেয়ে যাত্রাবাড়ী শনির আখড়ার আম্বেশা ফ্যাশনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দসর গ্রামে। বর্তমানে কদমতলীর মোহাম্মদ বাগ এলাকার ১২৩১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন বাবা।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।