গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন ব্যবসায়ীর সঙ্গে থাকা একজন।
আউচপাড়া মেরিট স্কুলের সামনে রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ এসব নিশ্চিত করেছেন।
নিহত কাওসার আহমেদ সুমনের বাড়ি টঙ্গীর বড় দেওড়া এলাকায়। তিনি বড়দেওড়া এলাকায় পাইকারি ডিমের ব্যবসা করতেন।
তার ছোট ভাই মো. ইমন জানান, রাতে বন্ধুদের সঙ্গে আউচপাড়া মেরিট স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন সুমন। হঠাৎ ২৫ থেকে ৩০ জন ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সুমন ও তার বন্ধু মো. তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ জানান, আশপাশের লোকজন আহত দুজনকে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন; ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তুহিনকে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।