ফায়ার সার্ভিস কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আমরা বিকেল সোয়া ৫টার দিকে জানতে পারি, ছোটপোলের মেহের ভবনের পাশের একটি কলোনিতে আগুন লাগে। ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
চট্টগ্রামের হালিশহরে কলোনিতে লাগা আগুন তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমরা বিকেল সোয়া ৫টার দিকে ছোটপোলের মেহের ভবনের পাশের একটি কলোনিতে আগুন লাগে বলে খবর পাই। আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানান হবে।’
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।