বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোমেনের ব্যক্তিগত গল্পের দায় আ.লীগের নয়: হাছান

  •    
  • ২১ আগস্ট, ২০২২ ১৩:২৯

‘তিনি (মোমেন) কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরের দিন বলেছেন ডিসটর্ট হয়েছে। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসে, সে দায় আমাদের নয়। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন- এ কথা জানিয়ে তার বক্তব্যের দায়িত্ব নিতে নারাজ ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের মুখপাত্র তথ্যমন্ত্রী হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী বলেছেন, দলের পক্ষ থেকে বিদেশের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়নি। তিনি এও বলেছেন, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।

শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা বলে তোলপাড় করার পর তার বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ক্ষমতাসীন দলের তৃতীয় নেতা, যিনি এই দায় অস্বীকার করছেন।

গত বৃহস্পতিবার মোমেন চট্টগ্রামে জন্মাষ্টমীর আয়োজনে গিয়ে বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করে পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যিনি এ কথা বলেছেন, সেটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটি আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও বক্তব্য না। এই বক্তব্যের কারণে ভারতও লজ্জা পাবে।…‘কীভাবে আমরা এই কথা বলি! বন্ধু বন্ধু আছে। অহেতুক কথা বলে এটি নষ্ট করবেন না।’

তার পরদিন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান দাবি করে বসেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন। তাই তার বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না।

সেদিনই প্রকাশ পায় মোমেন আওয়ামী লীগের কমিটিতে আছেন। তিনি সিলেট আওয়ামী লীগের ১ নম্বর সদস্য।

রোববার তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (মোমেন) কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরের দিন বলেছেন ডিসটর্ট হয়েছে।’

জনগণ আওয়ামী লীগের ভিত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসে, সে দায় আমাদের নয়। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়নি।’

এ বিভাগের আরো খবর