বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মনপুরায় ধরা পড়ল রাজা ইলিশ

  •    
  • ২০ আগস্ট, ২০২২ ২১:১০

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘এত বড় আকারের ইলিশ পাওয়া ভালো লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না।’

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধড়া পড়ল তিন কেজি ওজনের রাজা ইলিশ। পরে ওই ইলিশটি বিক্রির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লা কাজলের মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

অলির আড়ত থেকে পরে ৪ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন ইলিশ বেপারি মিজান শেখ। তিনি ওই মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ী মৎস্য আড়তে বিক্রির জন্য পাঠিয়ে দেন।

শনিবার ভোর ৬টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালসংলগ্ন মেঘনায় শফিক মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে। শফিক মাঝির বাড়ি বরিশালের হিজলা উপজেলার দুলখলা ইউনিয়নে আলিগঞ্জ গ্রামে।

শফিক জানান, শনিবার ভোরে চরপিয়ালসংলগ্ন মেঘনায় পাতা ইলিশ জাল ওঠানোর পর ১২০টি ইলিশ পাওয়া যায়। এগুলোর মধ্যে একটি বড় আকারের ইলিশ দেখতে পান তিনি। পরে ওই ইলিশ মাছটি আড়তে এনে ওজন দিয়ে দেখেন ৩ কেজি ৫০ গ্রাম।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘এত বড় আকারের ইলিশ পাওয়া ভালআ লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না। আশা করছি, জেলেদের জালে ভালোই ইলিশ ধরা পড়বে।’

এ বিভাগের আরো খবর