বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম।
শনিবার বিকেল ৫টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যায় সোনাদিয়া চ্যানেলে সাইফুলের মরদেহ ভাসতে দেখেন জেলেরা। পরে কোস্টগার্ড সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন।
নাজিরারটেক চ্যানেলে শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় ছয় জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।
তৈয়ব ও সাফুলের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
কোস্টগার্ড জানায়, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরও তিনজন।
নিখোঁজ আটজনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।