ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সরকার অন্য দেশের আনুকূল্যে ক্ষমতায় ঠিকে থাকে তাদের দেশ পরিচালনার কোনও অধিকার নেই।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত মানববন্ধন তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা ও আনুকূল্যের ওপর ভর করে। এমন দাবিও করেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং হত্যা, গুম, দমন-পীড়নের প্রতিবাদে এ মানববন্ধন হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ যখন নিজেদের স্বাধীন বলতে গর্ব বোধ করেন। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত তাদের টিকিয়ে রাখছে। এটাই প্রমাণ করে বর্তমান সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে।
‘পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য থেকে সরে না এসে বরং আরেকটি বক্তব্য দিয়ে স্ট্যাবলিশ করেছেন, যারা অন্য দেশের আনুকূল্যে থাকে তাদের এই দেশ শাসন করার কোন অধিকার নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।
‘শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’
মানববন্ধনে ফখরুল আরও বলেন, ‘সামনে নির্বাচনের কারণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে সরকার দেশে আসার অনুমতি দিয়েছে।’
তিনি বলেন, ‘এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল, তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। তাদের আসার অনুমতি দেয়া হয়নি। সামনে সংসদ নির্বাচন রয়েছে তাই এবার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু গুম হওয়া পরিবারের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি।’
মির্জা ফখরুল বলেন, আমরা যখন আগে গুমের কথা বলেছি তখন সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু জাতিসংঘ সারা বিশ্বের। তাই তারা তাদের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বিচারকাণ্ড বিষয়ে তুলে ধরেছে। বাংলাদেশে যে গুম হয় এটা এখন সারা পৃথিবীর সামনে এসেছে।’