বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মানুষের সচেতনতা ছাড়া এদের বাঁচানো কঠিন। আমরা দীর্ঘদিন ধরে গাড়িচালকসহ সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়িচাপায় একটি মেছো বিড়ালের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের ৬ নম্বর ব্রিজের পাশে উত্তর ভাড়াউড়া এলাকায় শনিবার এই ঘটনা ঘটে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘আমার কাছে সকালে খবর আসে। পরে আমি ঘটনাস্থলে যাই। বিড়ালটির আনুমানিক বয়স ২ বছর হবে। হয়তো খাবারের খোঁজ বের হয়েছিল। ধারণা করা যাচ্ছে, রাস্তা পারাপারের সময় সে মারা যায়।’
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মানুষের সচেতনতা ছাড়া এদের বাঁচানো কঠিন। আমরা দীর্ঘদিন ধরে গাড়িচালকসহ সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।’