বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাশুরের ছেলের বিরুদ্ধে অ্যাসিড ছোড়ার অভিযোগ

  •    
  • ২০ আগস্ট, ২০২২ ০৯:৩১

ভুক্তভোগীর ভাষ্য, ‘ওই তিন যুবকের মধ্যে যে অ্যাসিড ছুড়ছে সে আমার ভাশুর বিদ্যুতের ছেলে আপন। বনিবনা না হওয়ায় স্বামীর নামে নারী নির্যাতন মামলা করি। ওই শত্রুতার জেরে তারা অ্যাসিড দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে।’

চুয়াডাঙ্গার সদরে ভাশুরের ছেলের বিরুদ্ধে এক নারীর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

উপজেলার হানুরবাড়াদি গ্রামের কাজীপাড়ায় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান নিউজবাংলাকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতেই থাকেন ৪০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে প্রতিবেশী আবু সাহেবের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলাম। বাড়ির সামনে এলে একটি মোটরসাইকেলে করে এসে তিন যুবক আমাকে দাঁড়াতে বলে। এ সময় আমার মুখে অ্যাসিড মারে তাদের মধ্যে এক যুবক। আমি যন্ত্রণায় চিৎকার করলে লোকজন এসে আমাকে হাসপাতালে আনে।’

তিনি অভিযোগ করেন, ‘ওই তিন যুবকের মধ্যে যে অ্যাসিড ছুড়ছে সে আমার ভাশুর বিদ্যুতের ছেলে আপন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্বামীর নামে নারী নির্যাতন মামলা করি। ওই শত্রুতার জেরে তারা অ্যাসিড দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে।’

এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল নিউজবাংলাকে বলেন, ‘ওই নারীর গালের দুই পাশে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাসিডই ছোড়া হয়েছে। তবে তা বেশি পরিমাণে লাগেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর