নোয়াখালীর সুবর্ণচরে দুই শিশুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলো ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২ নম্বর ক্লাস্টারের মো.রফিকের স্ত্রী ২৫ বছরের মনোয়ারা বেগম, তার মেয়ে ৮ বছরের সমিরা ও ৩ মাসের ছেলে কাইছার।ওসি বলেন, ‘মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট-বাজার এলাকায় এক নারী দুই শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা কক্সবাজার যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারে করে হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে চরজব্বার থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।