ফায়ার সার্ভিস জানায়, দোতলা কারখানাটির দ্বিতীয় তলা ও নিচ তলায় আগুন ছড়িয়েছে পড়েছে।
ঢাকার কেরানীগঞ্জের সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।
শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দোতলা কারখানাটির দ্বিতীয় তলা ও নিচ তলায় আগুন ছড়িয়েছে পড়েছে। বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।
আগুনে হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।