বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ২৩:৩৬

পথচারী মো. কামাল হোসেন বলেন, ‘সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান মাহিনকে ধাক্কা দেয়। আমরা কয়েকজন শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। পরে শিশুটির বাবা-মাসহ স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাহিন নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছর বয়সী মাহিনের মৃত্যু হয়।

পথচারী মো. কামাল হোসেন বলেন, ‘সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান মাহিনকে ধাক্কা দেয়। আমরা কয়েকজন শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। পরে শিশুটির বাবা-মাসহ স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসেন।’

নিহতের বাবা মনির হোসেন বলেন, ‘আমার ছেলে মাহিন যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসাতে নাজিরা বিভাগে পড়ত। আজ ছুটি থাকায় সে খেলতে যায়। পরে দুপুরের দিকে জানতে পারি, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

তিনি জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। যাত্রাবাড়ীতে সপরিবারে থাকেন তিনি।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনরা নিয়ে গেছেন।

এ বিভাগের আরো খবর