কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সৈয়দ মাস উদ রুমী সেতুর টোল আদায়কারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তিনটি মোটরসাইকেল।
টোল চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টার দিকে সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মুজিব চত্বরে শোকসভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই কর্মসূচিতে যোগ দিতে কুমারখালী উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেলে রওনা দেন। পথে সৈয়দ মাস উদ রুমী সেতুর টোল আদায়কারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।
টোল প্লাজার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ছাত্রলীগের মোটরসাইকেল বহরকে থামানোর চেষ্টা করেন টোল আদায়কারীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। সিসিটিভি ফুটেজটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেতুর ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘টোল প্লাজায় তারা টাকা না দিতে চাইলে আদায়কারীদের সঙ্গে তর্কের এক পর্যায় হাতাহাতি হয়। এতে কয়েকজন কর্মচারী আহত হয়েছেন।’
কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘দ্রুত যাওয়ার সময় ছাত্রলীগ পরিচয় শুনে টোল আদায়কারীরা কটূক্তি করেন। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে হাতাহাতি হয়। আহত ছাত্রলীগ কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টোল আদায়কারীরা নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘হাতাহাতির ঘটনা শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’