বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকায় বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ২

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ২৩:১২

প্রায় ৫০ যাত্রী নিয়ে দোয়ারাবাজারের ঘাট থেকে খেয়া নৌকাটি আজমপুরের দিকে রওনা দেয়। মাঝ নদীতে ছাতক থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দেয়।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্কহেডের ধাক্কায় সুরমা নদীতে পড়ে নৌকার দুই আরোহী নিখোঁজ হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন ৫ জন।

উপজেলা সদরের আজমপুর খেয়াঘাটে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাতে জানান, প্রায় ৫০ যাত্রী নিয়ে দোয়ারাবাজারের ঘাট থেকে খেয়া নৌকাটি আজমপুরের দিকে রওনা দেয়। মাঝ নদীতে ছাতক থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকায় থাকা কয়েকজন নদীতে পড়ে যায়। সবাই সাঁতরে তীরে উঠলেও দুইজনকে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আহত অবস্থায় নৌকার ৫ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের মাঝিকে আটকও করা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, ‘প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’

এ বিভাগের আরো খবর