বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ২১:২১

ওসি সহিদুর রহমান জানান, স্থানীয়রা রাস্তার পাশ থেকে শাহাদাতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা নগরীর শিশুপার্ক এলাকায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শিশুপার্কের পাশে আওয়ার লেডি অফ ফাতেমা স্কুলের সামনে শুক্রবার বিকেলে হামলার ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম মো. শাহাদাত। ১৭ বছরের শাহাদাতের বাড়ি নগরীর মোগলটুলি এলাকায়।

কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান এসব নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে পার্কে আসে একদল কিশোর। এলাকার লোকজন তাদের কিশোর গ্যাংয়ের সদস্য বলেই চেনে। শাহাদাত ছিলেন পার্কের একটি রাইড চালানোর দায়িত্বে। ওই কিশোররা ফি ছাড়াই রাইডে চড়তে চায়। এতে বাধা দিলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পর শাহাদাত পার্ক থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ওই কিশোররা।

ওসি সহিদুর রহমান জানান, স্থানীয়রা রাস্তার পাশ থেকে শাহাদাতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে খুনের আলামত জব্দ করেছি। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। বেশ কয়েকজনের নামও পেয়েছি। আসামিদের ধরতে আমরা অভিযানেও নেমেছি। বিস্তারিত পরে জানাব।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।’

এ বিভাগের আরো খবর