বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন বাড়ি দেখাতে নিয়ে হারালেন দুই সন্তান

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ১৯:০২

নতুন বাড়ির ছাদে উঠে খেলছিল দুই ভাই-বোন। সে সময় বাড়ির নিচে একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। তাকে ধরতে গেলে সামিরাও বিদ্যুতায়িত হয়।

যশোর শহরের রায়পাড়া তেঁতুলতলায় পরিবার নিয়ে থাকেন যশোর ক্যান্টনমেন্টের সৈনিক কবির হোসেন। গ্রামের বাড়ি বাঘারপাড়ার ভদ্রডাঙ্গায় তৈরি করেছেন একতলা ঘর। সেটি সন্তানদের দেখাতে নিয়ে যান তিনি। সে বাড়ির ছাদেই মারা গেছে দুই সন্তান।

শুক্রবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পর্শে মারা যায় কবিরের ১২ বছরের ছেলে আবু হোসাইন আকাশ ও পাঁচ বছরের মেয়ে জান্নাতুল সামিরা।

সন্তানহারা মা সেফালী খাতুন আর্তনাদ করে বলতে থাকেন, ‘ওরে আল্লাহ রে...তুমি আমার সন্তানরে আমার বুকে ফিরিয়ে দাও রে...। আল্লাহ আমি কী পাপ করছিলাম! আমার বাচ্চা দুটো নিয়ে গেলে। আমি কী নিয়ে বাঁচব, আমার সব শেষ হয়ে গেল রে...। ওদের জায়গায় আমারে নিতে পারলে না কেন!’

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন পরিবারের বরাতে জানান, নতুন বাড়ি দেখতে শুক্রবার সকালে মা-বাবার সঙ্গে গ্রামে যায় আকাশ ও জান্নাতুল। খেলার জন্য তারা বাড়ির ছাদে ওঠে। সে সময় অসাবধানতায় বাড়ির নিচে একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। তাকে ধরতে গেলে সামিরাও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে।

তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর