বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বে সাড়ে ২৭ কোটি মানুষের মানবিক সহায়তা লাগবে

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ১২:২৩

২০২১ সালে বিশ্বে সাড়ে ২৩ কোটি মানুষের এমন সুরক্ষার প্রয়োজন ছিল। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত এই বছর আরও সাড়ে চার কোটি মানুষের এমন সহায়তা নিতে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ২৭ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন হবে। বিশ্ব মানবতা দিবসের এক দিন আগে বৃহস্পতিবার জাতিসংঘ এ তথ্য দিয়েছে।

গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ওভারভিউ-২০২২ শিরোনামের একটি প্রতিবেদনে বিশ্বসংস্থাটির মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলেছে, ‘২০২২ সালে ২৭ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন হতে পারে।’

ওসিএইচএ জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআরসি) সবচেয়ে বেশি ২ কোটি ৭০ লাখ বাসিন্দার এমন সহায়তা লাগবে। কঙ্গো থেকে ১০ লাখ কম এমন সহায়তাপ্রত্যাশী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার আরেকটি দেশ ইথিওপিয়া।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা নেয়া এক বছর পর অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ে যায় দেশটির বাসিন্দারা। এতে করে চলতি বছর প্রায় আড়াই কোটি মানুষের এমন জরুরি সহায়তা প্রয়োজন হতে পারে।

চতুর্থ অবস্থানে থাকা ইয়েমেনের দুই কোটির বেশি মানুষের সাহায্যের প্রয়োজন হতে পারে।

মিয়ানমারের প্রায় দেড় কোটি মানুষ মানবিক বিপর্যয়ে পড়ে যেতে পারে।

সুদান ও সিরিয়ার প্রায় তিন কোটি মানুষের এমন সহায়তা প্রয়োজন হতে পারে।

এই তালিকায় বাংলাদেশের নাম নেই। তবে মিয়ানমার সামরিক বাহিনীর হামলা, নিপীড়ন ও হত্যার শিকার হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় ১৪ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জরুরি মানবিক সহায়তার এ তালিকায় রয়েছে।

২০২১ সালে বিশ্বে সাড়ে ২৩ কোটি মানুষের এমন সুরক্ষার প্রয়োজন ছিল। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত এই বছর আরও সাড়ে চার কোটি মানুষের এমন সহায়তা নিতে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

গত বছরের সংখ্যাটিই কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।

জাতিসংঘের সংস্থাটি গত বছরের প্রতিবেদনেও উল্লেখ করেছে, সারা বিশ্বে প্রতি ৩৩ জনের মধ্যে একজনের মানবিক সহায়তার প্রয়োজন হয়েছে।

২০১৯ সালে বিশ্বব্যাপী মানবিক সহায়তার প্রয়োজন এমন মানুষের সংখ্যা ছিল ১৩ কোটি ২০ লাখ। কেবল তিন বছরের ব্যবধানে এই বছর প্রায় সাড়ে ২৭ কোটি হয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।

২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের রাজধানী বাগদাদে দেশটিতে জাতিসংঘের কার্যালয়ে চালানো বোমা হামলায় ২২ আন্তর্জাতিক সহায়তা কর্মী নিহতের পঞ্চম বছরে ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এর পর প্রতি বছর ওই সহায়তা কর্মীদের আত্মদানের স্মরণে ওই দিনটিতে বিশ্ব মানবতা দিবস পালিত হয়ে আসছে।

ওসিএইচএর আরেকটি প্রতিবেদনে গেল বছর হামলার শিকার হওয়া জরুরি সহায়তা ও ত্রাণকর্মীর সংখ্যা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ২০২১ সালে কমপক্ষে ৪৬০ জনেরও বেশি মানবিক সহায়তা কর্মী হামলার শিকার হন। এদের মধ্যে ১৪০ জন নিহত হন।

এ বিভাগের আরো খবর