গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ৩০ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শ্রমিকদের দাবি, কারখানার ভেতর অতিরিক্ত গরম এবং এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তবে বিষাক্ত গ্যাসের বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর বিসিক সি ব্লকের ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা জানান, দিনভর অস্বাভাবিক গরমে শ্রমিকরা ক্লান্ত ছিল। বিকেলে কারখানার ভেতর হঠাৎ এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। অসুস্থ ও আহতদের তাৎক্ষণিক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এ্যানি বলেন, ২৫-৩০ জন শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আটজনকে এই হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অসুস্থ শ্রমিকদের শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, পানি শূন্যতা ও আতঙ্কিত হওয়ার লক্ষণ ছিল।
কারখানার ব্যবস্থাপক শেখ সুজন এসির গ্যাস নির্গত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, অতিরিক্ত গরমে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। কারখানার পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।