মুজিবনগর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলার এলাকায় ভারত অংশ থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মুজিবনগর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলার এলাকায় ভারত অংশ থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক বাংলাদেশেকি ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
তিনি জানান, হৃদয়পুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, আটক ব্যক্তির নাম রুবেল। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা চলছে।
বিজিবির শহিদুল বলেন, ‘রুবেল কীভাবে সীমান্ত এলাকায় গেছেন, তা জানা যায়নি। ধারণা করছি, তিনি মুজিবনগরে বেড়াতে এসে সীমান্ত এলাকায় চলে গেছেন।’