ঝরো ঝরো মুখর বাদরদিন এবার কবিগুরুর গানেই। বর্ষা চলে গেল, বৃষ্টির দেখা নেই বললেই চলে।
জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি সময় বাংলা ঋতুর যে বর্ষাকাল, সেটি শেষ হয়েছে সবে। তবে চারপাশের আবহাওয়া দেখে বোঝা কঠিন এটি নাতিশীতোষ্ণ শরৎকাল। বরং চৈত্র বা বৈশাখের মতোই চোখ রাঙাচ্ছে এই ঋতুর প্রথম মাস ভাদ্রের শুরুর সপ্তাহ সূর্য।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এমন শুকনো বর্ষা গত ৪২ বছরেও আসেনি। অবাক করা ঘটনা হলো, স্বাভাবিকের চেয়ে বেশি দিন বৃষ্টি দেখেছে এই ধরণি। তবে বর্ষার ঝুম বৃষ্টি দেখেনি এক দিনও।
ফলত কাঠফাটা রোদে মানুষের নাভিশ্বাস। তাপমাত্রা যতটা দেখায়, গরমের বোধ তার চেয়ে ন্যূনতম ৪ থেকে ৬ ডিগ্রি বেশি। কখনও কখনও মরুর সমান গরম এই সবুজ দেশে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বছরের এই সময়টায় যে তাপমাত্রা থাকার কথা, এর চেয়ে অন্তত ৬ থেকে সাড়ে ৬ ডিগ্রি বেশি রয়েছে।
আবহাওয়ার এই চরিত্র এমনিতেই পণ্যমূল্য বৃদ্ধিজনিত সমস্যায় জর্জর দেশবাসীকে ভোগাবে আরও বেশি। কৃষিবিদদের শঙ্কা এই বৃষ্টিহীনতার প্রভাব পড়বে ফসল উৎপাদনে। সেচ দিয়ে পানির চাহিদা হয়তো পূরণ করা যাবে। তবে তাতে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে আরও বেশি দামে পণ্য কিনতে হবে ভোক্তাকে।
দেশে বৃষ্টিপাতের প্রধান মাস জুলাইয়ে এবার বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে ৪২ শতাংশ কম। আগস্টের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি, তবে এই মাসের পূর্বাভাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির কথাই বলা হয়েছে। জুনেও ছিল তাই।
শুকনোর মধ্যে আবার সবচেয়ে বেশি খারাপ দশা চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে কেবল ৩২ দশমিক ২ শতাংশ।
বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে ৬৪ দশমিক ৭ শতাংশ, খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৬৪ দশমিক ৩ শতাংশ আর ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে।
সার্বিকভাবে জুলাই মাসে দেশে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক হলেও এবার হয়েছে ২১১ মিলিমিটার।
তবে অবাক করা বিষয় হচ্ছে, বৃষ্টি স্বাভাবিকের তুলনায় অনেক কম হলেও বৃষ্টিপাতের দিন স্বাভাবিকের চেয়ে ছিল বেশি।
ঢাকা বিভাগে জুলাইয়ে ২০ দিন বৃষ্টি হয় সাধারণত। কিন্তু এই মাসে বৃষ্টি হয়েছে ২৮ দিন। কিন্তু এত কম বৃষ্টি হয়েছে যে মাটিও সেভাবে ভেজেনি। বর্ষার জলাবদ্ধতা এবার চোখেই পড়েনি রাজধানীতে।
গোটা দেশে এই মাসে ২৬ দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে ৩১ দিন। প্রায় প্রতিদিনই ঝিরঝিরে বৃষ্টি মনের ক্ষুধা বাড়িয়েছে কেবল।
মরুর তামপাত্রা ঢাকায়
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আর এর অনুভব এক নয়।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের হিসাবে এদিন ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ অনুভূত হচ্ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত কোনো এলাকার আর্দ্রতা, মেঘাচ্ছন্ন অবস্থা এবং বৃষ্টি ও বাতাসের সম্ভাবনার ওপর নির্ভর করে অনুভূত তাপমাত্রা নির্ধারণ করা হয়।
ঢাকাবাসী আর মরুর দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদবাসীর গরমের অনুভূতি এদিন ছিল সমান। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি আর গরমের অনুভূতি ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবুল কালাম মল্লিক নিউজবাংলাকে জানিয়েছেন, বছরের এই সময়ে ঢাকার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার বাইরে থাকার কথা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিন মাসের পূর্বাভাস কী বলে
অক্টোবর পর্যন্তই বৃষ্টিপাত কম হবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ত্রৈমাসিক যে পূর্বাভাস দেয়া আছে তাতে জানানো হয়েছে, আগস্টে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হতে পারে।
অবশ্য মাসের অর্ধেক সময় এই পূর্বাভাসের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে।
সেপ্টেম্বর ও অক্টোবরে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টি হবে বলেও পূর্বাভাসে উল্লেখ আছে।
‘এটা সারা বিশ্বের চিত্র’
বৃষ্টিপাত কম হওয়ার কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক নিউজবাংলাকে বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়ন ও বনভূমি উজাড় বৃষ্টি কম হওয়ার অন্যতম কারণ। তাছাড়া পৃথিবীর অন্য জায়গায় পরিবেশে যে ঘটনা ঘটে তার প্রভাবও বাংলাদেশে পড়ে। ৬৬ বছর পরে ফ্রান্সের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবার। এই পরিস্থিতির জন্য ফ্রান্স প্রস্তুত ছিল না। বৃষ্টিপাত কম হওয়ার বিষয় নিয়ে আরও গবেষণা চলছে।’
তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ না, আমাদের ভারতীয় উপমহাদেশে এবার বৃষ্টি কম হয়েছে। ৪২ বছরের মধ্যে এ বছরের জুলাই মাসে বৃষ্টি এত কম হয়েছে।’
চলতি মাসে বৃষ্টি কেমন হতে পারে- জানতে চাইলে মল্লিক বলেন, ‘এই মাসেও বৃষ্টি একটু কম হবে।
‘তবে একটা লঘুচাপ তৈরি হয়েছে। আমাদের দক্ষিণ অঞ্চলে আগামীকাল থেকে দুই-তিন দিন বৃষ্টি হবে মুষলধারে। এই বৃষ্টিতে গরম কিছুটা কমবে। আবার যেহেতু বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পাবে, সেহেতু উত্তর অঞ্চলে গরমের অস্বস্তি থাকবে।’
কৃষিতে বিপদ
বৃষ্টিপাত কম হওয়ার প্রভাব কৃষি উৎপাদনে পড়বে, এটা বলাই বাহুল্য।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এ বছর বৃষ্টি কম হওয়াতে বৃষ্টিনির্ভর কৃষিতে সেচ দিয়ে কাভার করা লাগছে। এটা বাড়তি একটা খরচ। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাবে।
‘কম বৃষ্টিপাত পরিবেশের ওপরেও প্রভাব ফেলবে। আমাদের দেশে আগে ষড়ঋতু ছিল। এখন ষড়ঋতুর প্রভাব পরিবেশে নাই। শীতের মেয়াদ, প্রকোপ কমে গেছে। সব মিলিয়ে পরিবেশের একটা পরিবর্তন এসেছে।’
বৃষ্টি কম হওয়ায় ফসল উৎপাদন কম হতে পারে কি না জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘সময়মতো পানি না দিতে পারলে অবশ্যই উৎপাদন কম হবে। সেচের মাধ্যমে ফসলে পানি দেয়ার সক্ষমতা সবার নাও থাকতে পারে।’