বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

  •    
  • ১৮ আগস্ট, ২০২২ ১৪:০২

এনায়েতপুর থানার ওসি আনিসুর বলেন, ‘মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে সাইদুলের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।’

সিরাজগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামে বৃহস্পতিবার ভোরে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

৩৫ বছরের সাইদুল ইসলাম বারুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি তেল ব্যবসায়ী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচি চম্পা খাতুন অভিযোগ করেন, প্রায় ১২ বছর আগে এনায়েতপুরের সাইদুলের সঙ্গে ভাঙ্গাবাড়ি গ্রামের ফাতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে তাদের দুই সন্তান আছে। পরে সাইদুল মালয়েশিয়া চলে যান। এরপর ফাতেমা তার বাবার বাড়িতে থাকতে থাকেন। একপর্যায়ে ফাতেমা বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান। এ কারণে তাদের মধ্যে বিয়েবিচ্ছেদও ঘটে।

গত কোরবানির ঈদের আগে সাইদুল দেশে ফিরলে মীমাংসার মাধ্যমে তারা আবারও নতুন করে সংসার শুরু করেন। এরপর থেকে শ্বশুরবাড়িতেই থাকত সাইদুল। তবে তাদের পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার রাতে স্বামী-স্ত্রীর আবার বিবাদ শুরু হয়।

চম্পা বলেন, ‘ফাতেমা ও বাড়ির লোকজন মিলে সাইদুলকে হত্যা করে বৃহস্পতিবার ভোরে বাড়ির বাইরে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে।’

ওসি আনিসুর বলেন, ‘মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে সাইদুলের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর