নিহতরা হলো ওই এলাকার সাজেদুল ইসলামের ৪ বছরের ছেলে আলিফ হোসেন ও শাহিনুর হোসেনের ৩ বছরের ছেলে শান্ত হোসেন। শিশু দুটি চাচাতো ভাই।
নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার সাজেদুল ইসলামের ৪ বছরের ছেলে আলিফ হোসেন ও শাহিনুর হোসেনের ৩ বছরের ছেলে শান্ত হোসেন। শিশু দুটি চাচাতো ভাই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, খেলতে গিয়ে বাড়ির পেছনে ডোবায় পড়ে ডুবে যায় আলিফ ও শান্ত। খুঁজতে গিয়ে স্বজনরা তাদের দেহ সেখানে ভেসে উঠতে দেখে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।