চট্টগ্রাম আদালতে সংবাদ সংগ্রহে গিয়ে আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন বেসরকারি যমুনা টেলিভিশনের দুই সংবাদকর্মী।
আদালত প্রাঙ্গণে আইনজীবী ভবনের সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিবেদক আল আমিন সিকদার ও ভিডিওগ্রাফার আসাদুজ্জামান লিমন।
আল আমিন বলেন, ‘আমরা আদালতে একটি নিউজের জন্য আসি। পথে আইনজীবী ভবনের সামনের সড়কে মানুষ দেখে আমাদের গাড়িচালক হর্ন দেয়। এতে কয়েকজন আইনজীবী এসে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে আমাদের ওপর হামলা চালান।’
বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে জানিয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)।