বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির কর্মিসভায় হামলা-ভাঙচুর

  •    
  • ১৭ আগস্ট, ২০২২ ২২:৩২

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, ‘সমাবেশ শুরুর পর পরই মহানগর যুবলীগের এক শীর্ষ নেতার নেতৃত্বে কয়েকশ যুবলীগ-ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মী মিছিল-স্লোগান দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের বেশির ভাগই ছিল হেলমেট পরা, হাতে লোহার রড, লাঠি ও বাঁশ। এসেই তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলে পড়ে।’

খুলনা মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের কর্মিসভায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দলটির নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন এই হামলা করেছে।

নগরীর নিউ মার্কেট এলাকায় বুধবার রাত ৮টার দিকে এই হামলা হয়। এতে শতাধিক নেতাকর্মী আহত এবং ৩০টি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সমাবেশ শুরুর পর পরই মহানগর যুবলীগের এক শীর্ষ নেতার নেতৃত্বে কয়েকশ যুবলীগ-ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মী মিছিল-স্লোগান দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের বেশির ভাগই ছিল হেলমেট পরা, হাতে লোহার রড, লাঠি ও বাঁশ। এসেই তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলে পড়ে।

‘তাদের লাঠিচার্জ, লোহার রডের আঘাতে শতাধিক কর্মী আহত হন। হামলাকারীদের অনেকেই কর্মিসভা লক্ষ্য করে বেপরোয়াভাবে ইটপাটকেল ও পাথরের টুকরো নিক্ষেপ করে। তারা সভার মঞ্চ, চেয়ার-টেবিল ও মাইক ভেঙে ফেলে।’

মিলটন জানান, সভায় ভাঙচুরের পর ওই দলটি রাস্তায় রাখা মোটরসাইকেল, এমনকি দোকানপাটও ভাঙচুর করে। হামলার কারণে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে হামলাকারীরা আশপাশের এলাকায় মিছিল করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়।

আহত বিএনপি নেতাকর্মীদের নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে বলেও জানান এই নেতা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘হামলার খবর পেয়ে ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।’

এদিকে রাত ১০টার দিকে খুলনা মহানগর যুবলীগ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায়, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ নম্বর ওয়ার্ডে নগর আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও মিছিল হয়। কর্মসূচি শেষে নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্রাম নিচ্ছিলেন। তখন বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা গিয়ে নিজেদের সভার চেয়ার ভাঙচুর করে।

এ বিভাগের আরো খবর