সিলেট নগরের তালতলা এলাকার একটি হোটেলের কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোটেল শাহবানের তৃতীয় তলার কক্ষের দরজা ভেঙে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জয় ভট্টাচার্য নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জয়ের বাড়ি সুনামগঞ্জের নতুন পাড়া এলাকায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন খান এসব নিশ্চিত করেছেন।
হোটেলের স্বত্বাধিকারী ব্যারিস্টার আরশ আলী জানান, ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে গত ১৫ আগস্ট জয় ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। মঙ্গলবারও তিনি বের হয়েছিলেন। আজকে সারা দিন বের না হওয়ায় ডাকাডাকি করলেও সাড়া দেননি। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পায়।
কোতোয়ালি থানার পরিদর্শক ইয়াসিন জয়ের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগের কোনো কাগজপত্র দেখাননি। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি ১৫ আগস্ট বাড়ি থেকে বের হন।’
চাচা বিপুল মৈত্র নিউজবাংলাকে জানান, মাস্টার্স পাসের পর ৩ বছর ধরে জয় বেকার ছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন।
বিপুল বলেন, ‘প্রথমে জয় শুনেছিল যে সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে নিয়োগ হয়নি। এ নিয়ে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে।’
সহকারী পরিচালক পদে জয় ভট্টাচার্য নামে কেউ নিয়োগ পেয়েছেন কি না এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার উপপরিচালক আশরাফ সিদ্দিকী।