বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাম্পের তেলে স্টার্ট নিচ্ছে না বাইক, সন্দেহে মিলল পানিও

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ২২:৪৮

অভিযানের পর ভোক্তাদের ক্ষোভ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সততা ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়।

পানি মিশিয়ে পেট্রল বিক্রির অভিযোগে নাটোরের লালপুরে একটি পাম্পকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুরে অবস্থিত সততা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা সততা ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রল নেন। কিন্তু তেল নেয়ার পর মোটরসাইকেলে স্টার্ট নিতে সমস্যা হওয়ায় তাদের সন্দেহ হয়।

এ অবস্থায় বিষয়টি তারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান। পরে ইউএনও মারিয়াম খাতুন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ফিলিং স্টেশনের তেল পরীক্ষা করে দেখেন এতে পানি মেশানো। পরে এই অপরাধে ভোক্তা অধিকার আইনে পাম্প মালিক সিদ্দিকুর রহমানকে ৪৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন তিনি। একই সঙ্গে ভোক্তাদের ক্ষোভ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই পাম্পে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিভাগের আরো খবর