বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসে বাড়তি ভাড়া, জরিমানা করেই দায় সারল বিআরটিএ

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ২১:৫১

গত নভেম্বরে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর যখন বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়, তখনও এভাবে যাত্রীদের ঠকাতে দেখা যায়। বিআরটিএ সে সময় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিলসহ কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। কিন্তু পরে দেখা যায়, এভাবে কয়েক দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করে নিয়ন্ত্রণ করতে না পারার পর সংস্থাটি রণে ভঙ্গ দেয়। এবারও তারা এই ব্যর্থ পথেই হাঁটছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া যে হারে বাড়ানো হয়েছে, তার চেয়ে বেশি আদায়ের প্রমাণ এখনও মিলছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর অভিযানে। কেবল জরিমানা করেই বাসগুলোকে ছেড়ে দেয়া হচ্ছে, যদিও বারবার বলা হয়েছে এ অভিযোগ পেলে রুট পারমিট বাতিলসহ নানা ব্যবস্থা নেয়া হবে।

বিআরটিএ উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে ১৮টি বাসকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। দুই মহানগরে ১১টি স্পটে এই অভিযান চালানো হয়।

গত ৫ আগস্ট ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর বাস ভাড়া কিলোমিটারপ্রতি আড়াই টাকা নির্ধারণ করে জানিয়ে দেয়া হয় সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। এই ভাড়ায় যাওয়া যাবে চার কিলোমিটার পর্যন্ত।

কিন্তু রাজধানী ও চট্টগ্রাম মহানগরে এই হারের চেয়ে বেশি ভাড়া আগেই কাটা হচ্ছিল। এবার তার চেয়ে বেশি হারে ভাড়া নেয়া হচ্ছে। ওয়েবিলের নামে একটি নির্দিষ্ট দূরত্ব পর পর আলাদা হিসাবে ভাড়া আদায় করা বাসগুলো কোনো কোনো গন্তব্যে সর্বনিম্ন আদায় করছে ২৫ টাকা পর্যন্ত।

এভাবে ওয়েবিলের নামে কোনো কোনো রুটে, এমনকি কিলোমিটারে ৫ টাকার চেয়ে বেশি হারে ভাড়া আদায়ের প্রমাণ মিলছে।

বেসরকারি বাস তো বটেই, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসেও বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ আছে। আর হাতিরঝিলে সরকারি আবাসন সংস্থা রাজউক পরিচালিত চক্রাকার বাসে রীতিমতো গলা কাটা হচ্ছে। এখানে তিন কিলোমিটার দূরত্বে ২০ টাকা আর চার কিলোমিটারের সামান্য কিছু বেশি দূরত্বে ২৫ টাকা আর সাত কিলোমিটারের কিছু বেশি দূরত্বে চক্রাকার পথে ভাড়া আদায় করা হচ্ছে ৪৫ টাকা। তবে বিআরটিএ এই দুই সরকারি সংস্থাকে কিছুই করছে না।

গত নভেম্বরে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর যখন বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়, তখনও এভাবে যাত্রীদের ঠকাতে দেখা যায়। বিআরটিএ সে সময় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিলসহ কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়।

কিন্তু পরে দেখা যায়, এভাবে কয়েক দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করে নিয়ন্ত্রণ করতে না পারার পর সংস্থাটি রণে ভঙ্গ দেয়। এবারও তারা এই ব্যর্থ পথেই হাঁটছে। অথচ ভাড়া নিয়ে প্রতারণার শিকার হয়ে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বিষয়টি নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। আর ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়ার পর বিষয়টি নিয়ে আর কিছুই বলেননি।

বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া আদায় ছাড়াও আরও অনিয়মের দায়ে জরিমানা করা হয় মোট ৮১টি বাসকে। আদায় করা হয় ২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস চালানো, হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেস না থাকায় এই জরিমানা করা হয়। আর রুট পারমিট না থাকায় চারটি বাসকে ডাম্পিং বা জব্দ করা হয়।

এ বিভাগের আরো খবর