বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা শ্রমিকদের পক্ষে ঢাবিতে কর্মসূচি

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ২০:৪৪

‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন বিপন্ন। এখন দৈনিক ১২০ টাকা মজুরিতে একজন মানুষের সংসার কেমনে চলবে? এই টাকা দিয়ে তিনবেলা খাবারের জোগান হবে না। তাহলে কীভাবে বাকি চাহিদাগুলো তারা পূরণ করবে? আমাদের দাবি, ৩০০ টাকা নয়, তাদের যেন ৫০০ টাকা দৈনিক মজুরি দেয়া হয়।’

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরি ব্যবস্থার তীব্র নিন্দা জানান এবং শ্রমিকদের চলমান আন্দোলনকে ন্যায়সংগত উল্লেখ করে তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী শিপন বারেক বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন বিপন্ন। এখন দৈনিক ১২০ টাকা মজুরিতে একজন মানুষের সংসার কেমনে চলবে? এই টাকা দিয়ে তিনবেলা খাবারের জোগান হবে না। তা হলে কীভাবে বাকি চাহিদাগুলো তারা পূরণ করবে? আমাদের দাবি, ৩০০ টাকা নয়, তাদের যেন ৫০০ টাকা দৈনিক মজুরি দেয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা চাই দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। মালিকপক্ষ, শ্রমিকপক্ষ সবাই যাতে সন্তুষ্ট থাকে। এই চা শ্রমিকরা অনেক নির্যাতিত। কেউ যাতে কোনো ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় এটিই আমাদের দাবি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সুদিপ্ত সরকার বলেন, ‘সিলেটের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, সাত রঙের চা খেয়ে আমরা মুগ্ধ হই। কিন্তু তার পেছনের শ্রমিকদের দুঃখ-কষ্ট আমরা দেখি না। এটি আমাদের হৃদয়ে দুঃখের সঞ্চার করে।’

১২০ টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এত কম টাকায় তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কখনই সম্ভব নয়। আমরা তাদের বেতন বৃদ্ধির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী স্বপন নাইড়ু মালিকপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘চা শ্রমিকরা তো মাত্র ৩০০ টাকা মজুরি চায়। এটি তো খুব বেশি না। তাদের দাবি মেনে নিন। এই শ্রমিকেরা যদি আন্দোলন শুরু করে, তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে শত কোটি টাকা থেকে আপনাদের ফকির বানাতে বেশি সময় লাগবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ছাড়াও জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চা শ্রমিকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর