শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরের সিঁধ কেটে ঢুকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ডাব বিক্রেতার বিরুদ্ধে। জাহের আলী নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।
হত্যার ঘটনাটি ঘটে সোমবার রাতে, উপজেলার কলসপাড় ইউনিয়নের বড় গোল্লারপাড় গ্রামে।
নিহত নারী হলেন দক্ষিণ রানীগাঁও গ্রামের শাহনাজ পারভীন।
সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন এসব নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে শাহনাজ ও জাহেরের বিয়ে হয়। দুজনেরই আগের সংসারে বিয়েবিচ্ছেদ হয়; আগের পক্ষের সন্তানও আছে। এই বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নালিতাবাড়ীর গ্রামে শাশুড়ি ও ননদের সঙ্গে থাকতেন শাহনাজ। জাহের জামালপুরে ডাবের ব্যবসা করেন। সোমবার গভীর রাতে নিজ ঘরের সিঁঁধ কেটে ঢুকে ওড়না পেঁচিয়ে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি। সকালে পরিবারের লোকজন ঘরে মৃত অবস্থায় শাহনাজকে দেখে পুলিশে জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার বলেন, ‘পারিবারিক কলহের কারণেই গৃহবধু খুন হয়েছেন। প্রাথমিকভাবে তিনি (জাহের) আমাদের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।’