বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চবির ১৭৩ শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষাবৃত্তি

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ১০:৩৬

কিশোর কুমার দাশ বলেন, ‘আমি খুব গরিব ঘর থেকে বড় হয়েছি। নতুন বই ছিল আমার কাছে স্বপ্নের মতো। শিক্ষার্থীরা যেন বিদ্যানন্দের সহায়তা নিয়ে পড়াশোনা করে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন, এই আশা করছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭৩ জন শিক্ষার্থীকে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুখ, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ।

তিনি বলেন, ‘আমি খুব গরিব ঘর থেকে বড় হয়েছি। নতুন বই ছিল আমার কাছে স্বপ্নের মতো। শিক্ষার্থীরা যেন বিদ্যানন্দের সহায়তা নিয়ে পড়াশোনা করে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন, এই আশা করছি।’

উপ-উপাচার্য বলেন, ‘বিদ্যানন্দ শিক্ষা প্রকল্পের বাস্তবায়নে দরিদ্র, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাছাই করায় খুশি। আশা রাখছি, বিদ্যানন্দ এ ধরনের কাজ অব্যাহত রাখবেন।’

চবি উপাচার্য বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের জন্য আশীর্বাদ। দরিদ্র শিক্ষার্থীদের জন্য যেভাবে তারা কাজ করে যাচ্ছে, তাতে আমরা এই প্রতিষ্ঠানের জন্য গর্ববোধ করি। বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশকে ধন্যবাদ এই মহতী উদ্যোগের জন্য।’

এ বিভাগের আরো খবর